Wednesday, 31 December 2014

how to happy with u wife?

Hurry up join nowনসুখের চাইতেও নারীর কাছে অধিক প্রিয় যে বিষয়গুলো জেনে নিন, লাইফ স্টাইল December 31, 2014 A+ A- Share on emailEmail Share on printPrint যৌনসুখের চাইতেও নারীর কাছে অধিক প্রিয় যে বিষয়গুলো প্রেম বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌনতা নিঃসন্দেহে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীর কাছেও। নারীও ঠিক ততটাই যৌন ইচ্ছা রাখেন ও যৌন সুখ উপভোগ করেন, যতটা একজন পুরুষ। কিন্তু হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌনসুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা। ছোট্ট ছোট্ট আদর মিষ্টি চুমু, ছোট্ট স্পর্শ, গভীর আলিঙ্গন ইত্যাদি ব্যাপারগুলো নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যৌনতার চাইতে। এই ব্যাপারগুলো প্রিয় পুরুষের প্রতি নারীর আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে তোলে বহুগুণে। অনেকক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকা যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে শুয়ে থাকার ব্যাপারটি সব নারীই প্রচণ্ড পছন্দ করেন। এটা তাঁদের কাছে ভালোবাসার প্রকাশ। যদিও অধিকাংশ পুরুষ এই কাজটি করেন না। যৌন মিলনের প্রায় সাথে সাথেই পুরুষের মনযোগ অন্যদিকে চলে যায়। প্রশংসা নারীর প্রিয় পুরুষের চোখে নিজের জন্য প্রশংসা দেখতে ভালোবাসেন, তাঁর মুখে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। বিশেষ করে একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়। বিশেষ মুহূর্তের “ভালোবাসি” যৌন মিলনের সেই একান্ত মুহূর্তে মৌখিক ভালোবাসার প্রকাশ নারীর কাছে যৌন সুখের চাইতেও গুরুত্বপূর্ণ। সেই বিশেষ মুহূর্তের একটি “ভালোবাসি” সম্পর্ককে মজবুত করে তোলে ভীষণ। নিজেদের কিছু বিশেষ ব্যাপার প্রত্যেক দম্পতির সম্পর্কেই বিশেষ কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো একান্ত তাঁদের নিজের। মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হাত ধরে থাকা প্রিয় পুরুষের হাতে হাত রেখে সময় কাটানো নারদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি প্রিয় ও আকাঙ্ক্ষার। মিষ্টি উপহার একান্ত মুহূর্তে নারীরা উপহার পেতে খুব ভালোবাসেন। একটি ফুল, হয়তো একটি নূপুর, চকলেট ইত্যাদি ছোট্ট জিনিস মাঝে মাঝেই উপহার দিন সঙ্গিনীকে। আর দেখুন, তিনি কি ভীষণ খুশি হয়ে উঠছেন। বুকে টেনে নেয়া পছন্দের নারীকে কারণে অকারণে বুকে টেনে নিন। এই ব্যাপারটি মেয়েরা ভীষণ ভালোবাসেন, নিজেকে নিরাপদ বোধ করেন। 643 লেটেস্ট বিডি নিউজ (Latest Bangla News) Latest BD News ( 24 Bangla News Online) Like to share? এ বিভাগের আরো মেদহীন পেট পাবার ৩টি সহজ ব্যায়াম জেনে রাখুন মাকাল ফলের ঔষধি গুণ জেনে নিন কিছু কার্যকর শারিরীক কৌশল আরো খবর দূর গ্রহে অণুজীবের অস্তিত্ব শনাক্ত করার যন্ত্র ঘুরে আসুন সাগরকন্যা কুয়াকাটা থেকে বিশ্বকাপে চূড়ান্ত আফগান দল জেনে নিন, কোন ঠোঁটের নারী কেমন হয় ! দেড় কোটি টাকা দামের কবুতর চুরি সাপের ফ্যাক্টরিতে আপনাকে স্বাগতম

1 comment:

Chowdhury,s

photo of family

 

coxbd2011