cript data-ad-client="ca-pub-2984684791596053" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
blog archive,adsense,about me,facebook.com,twiiter, google.com/+ I like to earning online by this web sits ,share of my article,blog,content ,that clicks and invite advertisement share in google ,online income that i can receiving share with google
Monday, 30 September 2019
google adsense
Tuesday, 24 September 2019
how u heart works ?
How Your Heart Works
How Does Blood Flow Through the Heart?
The right and left sides of the heart work together. The pattern described below is repeated over and over, causing blood to flow continuously to the heart, lungs, and body.
Right side of the heart
- Blood enters the heart through two large veins, the inferior and superior vena cava, emptying oxygen-poor blood from the body into the right atrium.
- As the atrium contracts, blood flows from your right atrium into your right ventricle through the open tricuspid valve.
- When the ventricle is full, the tricuspid valve shuts. This prevents blood from flowing backward into the right atrium while the ventricle contracts.
- As the ventricle contracts, blood leaves the heart through the pulmonic valve, into the pulmonary artery and to the lungs, where it is oxygenated. The oxygenated blood then returns to the heart through the pulmonary veins.
health related article
Your Heart Explained
How Your Heart Works
- Arteries. Arteries carry oxygen-rich blood away from the heart to all of the body's tissues. They branch several times, becoming smaller and smaller as they carry blood farther from the heart and into organs.
- Capillaries. These are small, thin blood vessels that connect the arteries and the veins. Their thin walls allow oxygen, nutrients, carbon dioxide, and other waste products to pass to and from cells.
- Veins. These are blood vessels that take blood back to the heart; this blood contains less oxygen and is rich in waste products that are to be excreted or removed from the body. Veins become larger as they get closer to the heart. The superior vena cava is the large vein that brings blood from the head and arms to the heart, and the inferior vena cava brings blood from the abdomen and legs into the heart.
This vast system of blood vessels -- arteries, veins, and capillaries -- is over 60,000 miles long. That's long enough to go around the world more than twice!
Blood flows continuously through your body's blood vessels. Your heart is the pump that makes it all possible.
Where Is Your Heart and What Does It Look Like?
The heart is located under the rib cage, under and to the left of your breastbone (sternum), and between your lungs.
Wednesday, 18 September 2019
Thursday, 12 September 2019
Which is important for u money ,or love ?
19টি উত্তর
এটির আসল উত্তর ছিল: সৎ উত্তর আশা করছি। আপনার কাছে ভালবাসা নাকি অর্থ অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?
এই প্রশ্ন নিয়েও আমার মনে একটি পাল্টা প্রশ্ন এসেছে। সেটা হল ভালবাসা ও অর্থ একে অপরের বিরুদ্ধ নাকি ? মানে আমি কি ভালোবাসা পেতে গেলে অর্থলাভ করতে পারব না আর অর্থলাভ করতে গেলে ভালবাসা পাব না ? এরকম ব্যাপার নাকি ?
বরং, আমার তো মনে হয় আমাকে যারা ভালভাসে, আমার কাছে অর্থ থাকুক বা না থাকুক তারা আমাকে সারা জীবন একই ভাবে ভালবাসবে, এতে আমার চাওয়ারও কিছু নেই। সে আপনি যে ধরনের ভালবাসার কথাই বলবেন, আমি কিন্তু পেয়ে গিয়েছি, তা আমার অর্থের উপর নির্ভর করে নি। তো স্বাভাবিক ভাবেই আমি এখন নিজের লক্ষ্যে এগিয়ে যেতে সচেষ্ট, তার মধ্যে অর্থ উপার্জন তো আছেই।
আপনি যদি ভালবাসা মানে, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিজের পায়...

মানসুরা আক্তার (Mansura Akter)
আমার মনে হয় প্রশ্নের এই ভালোবাসাটা মাধ্যমিকের পরের। মাধ্যমিক বয়সটা আসলে ভালোবাসা খোঁজার জন্য অনেক...
এটির আসল উত্তর ছিল: সৎ উত্তর আশা করছি। আপনার কাছে ভালবাসা নাকি অর্থ অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?
ভালোবাসা বলতে আমার মনে হয় আপনি নারী - পুরুষের মধ্যে যে ভালোবাসা থাকে সেটির কথাই হয়তঃ বলছেন।
তবে একটা কথা ভেবে দেখুন, আমাদের বাবা - মা কে কিন্তু আমরা নিঃস্বার্থ ভাবেই ভালোবাসি, তার অর্থ কে দেখে নয়। সেক্ষেত্রে হয়ত আমাদের কাছে অন্য উপায় থাকে না। তারা আমাদের বাবা - মা - আমরা তাদের এমনি ই ভালোবাসবো।
এবার আসি প্রেমিক - প্রেমিকার প্রতি ভালবাসায়। যখন কাউকে পছন্দ হয়, আমি নিশ্চিত আপনি তার প্রতি আকৃষ্ট হওয়ার সময়ে আপনার মনে অর্থের প্রশ্নটি আসবে না। আমি বলছি না অর্থের প্রয়োজন নেই, তবে ভালোবাসা এমনি যে আপনার এবং তাঁর খুশির জন্য অর্থ উপার্জন এর চেষ্টা দুজনে এমনিতেই করবেন। অর্থ তো নিশ্চই গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা আপনাকে সেই অর্থের দিকে নিয়ে যাবে।
আরেকটি ব্যাপার হলো অর্থ উপার্জন তখনই ভালো লাগবে যখন আপনি নিজের কাজ কে ভালোবাসবেন।
কাজেই আমার মনে হয় ভালোবাসা এবং অর্থ এক অন্যের পরিপূরক।
573 বার দেখা হয়েছে · আপভোটদাতাদের দেখুন
এটির আসল উত্তর ছিল: সৎ উত্তর আশা করছি। আপনার কাছে ভালবাসা নাকি অর্থ অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?
আমার কাছে ভালোবাসা এবং অর্থের মধ্যে ভালোবাসা অধিক গুরুত্বপূর্ণ।
আচ্ছা, ধরুন একটা পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি প্রচুর অর্থ উপার্জন করেন। সেখানে টাকার কোনো অভাব নেই। যে যা চায়, তা-ই পায়। কিন্তু সে পরিবারে দেখা গেল স্বামী ও স্ত্রীর মাঝে অথবা বাবা-মা ও সন্তানদের মাঝে পারস্পরিক ভালবাসা নেই — তাহলে সেই পরিবারে কি শান্তি বিরাজ করবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না।
মানুষ সামাজিক জীব। এখানে তাকে সমাজবদ্ধভাবে বাস করতে গেলে অপরকে ভালবাসতে হবে। তবেই সে অন্যের সাথে আন্তরিকভাবে যোগাযোগ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য করতে সক্ষম হবে। এমনকি আপনি যদি আপনার কাজকে ও অফিসের বসকেও ভালোবাসেন তবে আপনার মাইনেটাও একটু মোটা হতে পারে।
অন্যদিকে, ঐ পরিবারের সদস্যদের মধ্যে যদি ভালোবাসা থাকে, বিশ্বাস ও আস্থা থাকে — এবং টাকা-পয়সা যদি কমও থাকে, তবুও সে পরিবারটি শান্তিতে থাকবে — কারণ সেখানে ভালবাসা আছে, সেখানে পারস্পরিক বোঝাপড়া আছে। তারা হয়ত পেটে কম খাদ্য নিয়ে মনে শান্তি নিয়ে চলবে।
অথবা আপনার ভালবাসার অর্থ যদি প্রচলিত যুবক যুবতীদের বিবাহপূর্ব ভালবাসা হয়, তবু আমি মনে করি ভালোবাসা অধিক গুরুত্বপূর্ণ।
বর্তমান বিশ্বে কেউ যদি একটু বুদ্ধিমান হন তবে তিনি কোনোভাবে একটা না একটা কাজ করে, তার পরিবারকে চালাতে পারবেন — এটা আশা করা যায়। কিন্তু বর্তমান বিশ্বে প্রকৃত ভালোবাসা পাওয়ার আশা সবাই করলেও খুব কম ভাগ্যবান বা ভাগ্যবতী আছেন, যারা সেটার দেখা পাবেন।
একজন প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া কঠিন, কিন্তু একজন ভালো উপার্জনের মানুষ পাওয়া কঠিন নয়।
শেষে এটাই বলব যে,
ভালোবাসা ও অর্থ — দুটোই গুরুত্বপূর্ণ জিনিস, দুটোই মানুষের জন্য অপরিহার্য এবং একটির বদলে অন্যটি স্থাপনযোগ্য নয়। তবে কোনটি বেশি পরিমানে প্রয়োজন বা অধিক গুরুত্বপূর্ণ তা বোঝা যেতে পারে বা তা নিয়ে আলোচনাও হতে পারে।
ধন্যবাদ আপনাদের।
247 বার দেখা হয়েছে · আপভোটদাতাদের দেখুন
আপাতত অর্থটাই অধিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ভালোবাসার জন্য মা-বাবা আত্মীয়-স্বজনরা আছেন।
226 বার দেখা হয়েছে · আপভোটদাতাদের দেখুন
এটির আসল উত্তর ছিল: সৎ উত্তর আশা করছি। আপনার কাছে ভালবাসা নাকি অর্থ অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?
অর্থ দরকার নাকি ভালোবাসা দরকার? ২টাই দরকার। কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা এবং অর্থ ২টাই সমভাবে প্রয়োজন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার অর্থের থেকে ভালোবাসা বেশি দরকার ছিল। আবার আপনি যত বড় হতে থাকবেন ততো আপনার অর্থের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে। আপনি আপনার পরিবারের যে কোনো প্রয়োজন মেটাতে চাইলে আপনার অর্থের প্রয়োজন হবে, আবার পরিবারের ভিত্তি হলো ভালোবাসা, তো ২টা অঙ্গাঙ্গিনভাবে জড়িত। আপনি যদি কারো বাবা মা হোন এবং আপনি দেখেন আপনার সন্তান অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তখন আপনার সন্তানকে সুস্থ করতে অর্থের প্রয়োজন আবার আপনার সন্তান আপনার কাছে ভালোবাসা চায়।
জীবনে অর্থ এবং ভালোবাসা ২টিই দরকার আপনাকে বুঝতে হবে কখন ভালোবাসা আর কখন অর্থ, জীবনের যেকোনো প্রয়োজন মেটাতে অর্থের প্রয়োজন আবার মানুষ ভালোবাসায় বাঁচে। আমার জীবনে ২টিই দরকার একে অপরের পরিপুরুক
145 বার দেখা হয়েছে · আপভোটদাতাদের দেখুন · মানসুরা আক্তার (Mansura Akter) উত্তরের জন্য অনুরোধ করেছেন




, Dipak Kumar Ghosh, ও সুনেত্রা দোলুই (Sunetra Dolui) এটিকে আপভোট দিয়েছেন
Subscribe to:
Posts (Atom)
Chowdhury,s
coxbd2011
-
http://www.coxbd2011.blogspot.com Inside AdSense: Understanding the dynamics of the AdSense auction ... : We often hear questions from publi...